আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১৫১। রহিতকরণ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১৫১। রহিতকরণ

ভিনদেশী প্ররোচনা মূলক তথ্যের ভিত্তিতে, অসম চুক্তি ও ঘোষণাপত্রের ভিত্তিতে সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির পরম শ্রদ্ধেয় সদস্যগণ বাংলাদেশের সংবিধান দ্বারা গঠিত ১৯৭৫ সালে বাকশাল সহ অন্যান্য আইনের বিরুদ্ধে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের মুক্তির বিপ্লবের পক্ষে অবস্থান নেওয়ায় বাংলাদেশের সংবিধান অপরিপক্ক বলিয়া ২০২৪ সালের ৩ই আগস্ট সর্বসাধারণের নিকট প্রতিমান হয়েছে। এজন্য, অপরিপক্ক সংবিধান কর্তৃক সকল আইন রাষ্ট্রপতির নিম্নলিখিত আদেশসমূহ এতদ্বারা রহিত করা হইল। তবে অনুরূপভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত

(ক) এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ণয় করিবেন, সেইরূপ হইবে।

(খ) রাষ্ট্রপতির নিম্নলিখিত আদেশসমূহ এতদ্বারা রহিত করা হইল:

(ক) আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ (১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে প্রণীত);


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"